অনলাইনে কীভাবে করবেন লিঙ্ক?
প্রথমেই আপনাকে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল – https://food.wb.gov.in/
১) এই ওয়েবসাইটের হোম পেজে একদম নিচে বাঁদিকে দিকে দেখতে পাবেন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার অপশন। (LINK AADHAR WITH RATION CARD)। আপনি সেই অপশনে ক্লিক করবেন ।
২) এর পরে আপনি যে রেশন কার্ডে আধার লিঙ্ক করতে চান, সেই রেশন কার্ড নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন।
৩) এবার আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন। সেখানে রেশন কার্ড হোল্ডারের সম্পূর্ণ তথ্য দেখানো হবে। কার্ড হোল্ডারের নাম, হেড অব দ্য ফ্যামিলি, ফোন নম্বর, আধার লিঙ্ক স্ট্যাটাস দেখাবে।
৪) Link Aadhar and Mobile Number এই অপশনের চেক বক্সে একটি টিক দিলেই আপনার সামনে Enter Aadhar Number অর্থাৎ আধার নম্বর দেওয়ার জন্য জায়গা চলে আসবে। আপনি সেখানে আপনার আধার নম্বর দেবেন। নিচের চেক বক্সে ক্লিক করবেন।
৫) এরপর আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। সেই ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করলেই আপনি নিজের আধার সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পাবেন। এরপর OK অপশনে ক্লিক করলেই আপনার অনলাইনের মাধ্যমে আধার ও রেশন কার্ড সংযুক্তিকরণের কাজটি সম্পূর্ণ হবে।
অফলাইনে আধার ও রেশন কার্ড লিঙ্ক কীভাবে?
আপনার নথিগুলির আসল ও ফটোকপি নিয়ে আপনার নিকটতম রেশন দোকানে যেতে হবে। পিডিএস বা রেশন দোকানে এই গুরুত্বপূর্ণ নথিগুলি জমা দিতে হবে। এরপর রেশন দোকানের কর্মচারী আপনার আধার কার্ডের বৈধতা নিশ্চিত করতে আঙুলের ছাপ নেবেন। প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিজের মোবাইলে একটি এসএমএস অ্যালার্ট পাবেন । আধার এবং রেশন কার্ড ঠিকঠাক লিঙ্ক হয়ে গেলে আরও একটি এসএমএস পাবেন।
সংযুক্তকরণ না হলে কী হবে?
আধারের সঙ্গে রেশন কার্ড যুক্ত না থাকলে রেশন কার্ডটি ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে রেশন পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবেন উপভোক্তা। পিডিএস অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) রেশন ও আধার কার্ড সংযুক্তিকরণের ব্যাপারে সরকারি নির্দেশিকা রয়েছে।