এই সময়, নৈহাটি: চিরাচরিত রীতি মেনে লক্ষ্মীপুজোর দিন কাঠামো পুজোর মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল নৈহাটির বড়মার পুজো প্রস্তুতি। এ দিন ছিল বড়মার মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষেও বিশেষ আয়োজন ছিল মন্দিরে।কালীপুজোয় বিশেষ আকর্ষণ থাকে নৈহাটির বড়মাকে ঘিরে। নৈহাটির গন্ডি পেরিয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ নৈহাটির ১৪ হাত কালীর দর্শন নিতে হাজির হন। গত একশো বছর ধরে পূজিত হয়ে আসছেন বড়মা। বড়মার পুজো শুরু না হলে নৈহাটিতে অন্য কোনও কালীপুজো শুরু হয় না। আবার বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনও কালী প্রতিমা বিসর্জনও হয় না।

এ দিন কাঠামো পুজোয় সংকল্প করেন নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। অগণিত ভক্ত কাঠামো পুজো দেখতে ভিড় করেন। আজ শুক্রবার থেকে প্রতিমা তৈরির কাজ শুরু হবে। এ দিকে মন্দিরের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এ দিন সকাল থেকে মন্দিরের দরজা বন্ধ থাকলেও বিকেলের পর তা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। মন্দিরে বড়মাকে স্নান করানোর পর প্রায় দেড়শো ভরি সোনা ও রুপোর গয়না এবং বেনারসি শাড়িতে মাকে সাজানো হয়।

মায়ের ভোগ হিসেবে খিচুড়ি, পোলাও, লুচি, পাঁচ রকম ভাজা, সুজি ও মিষ্টি নিবেদন করা হয়। বিশেষ এই দিনে ভক্তদের মধ্যে ২৫০ কেজি পোলাও ভোগ বিতরণ করা হয়। এ দিন হালিশহরের এক বাসিন্দা তাঁর বাড়িতে থাকা ১৫০ বছরের পুরোনো হলগ্রামের নারায়ণ শিলা বড়মার মন্দিরে দিয়ে যান। সেই শিলাটিও এ দিন বড়মার মূর্তির সামনে স্থাপন করা হয়েছে৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version