জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্নাস লাবুশানেকে চার মেরেই চলে এল বিরাট কোহলির (Virat Kohli) বহু প্রতীক্ষিত সেঞ্চুরি। ৪৯২ দিনের প্রতীক্ষার পর বিরাটের টেস্ট শতরান। এর ঠিক পরেই তিনি কী করলেন? ব্য়াট তুলে সেলিব্রেট করলেন স্বাভাবিক ভঙ্গিতেই, এরপর ব্য়াটের ফেস ঠোঁট ঠেকিয়ে চুমু ছুড়ে দিলেন গ্য়ালারিতে থাকা অনুষ্কা শর্মার উদ্দেশ্যে (Virat Kohli-Anushka Sharma)। তারপর নন-স্ট্রাইক এন্ডে থাকা নীতীশ কুমার রেড্ডিকে জড়িয়ে ধরলেন। 

আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! ২৬.৭৫ কোটিতে শ্রেয়সের ইতিহাস

এরপর সাজঘরে ফেরার সময়ে দাঁড়িয়ে পড়লেন মাঠে। গ্লাভস-হেলমেট খুলে ননস্টপ ‘ফ্লাইং কিস’ দিলেন অনুষ্কাকে। ২০১৪ সালে পারথে সেঞ্চুরির পর বিরাট যা করেছিলেন, ঠিক ১০ বছর পরেও সেটা করলেন। ‘বিরুষ্কা মোমেন্ট’ নেটপাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে সেই ছবি। প্রেমিক কোহলির সঙ্গে ‘ফ্লাইং কিস’ যে অবিচ্ছেদ্য। আজও নিঃসন্দেহে বিরাট-অনুষ্কা লাভ বার্ড। তাঁদের প্রেম বারবার চর্চায় এসেছে, সেই প্রেমের সময় থেকে এখনও পর্যন্ত যা চলছে… বিরুষ্কাকে দেখে  নেটপাড়ায় যেন ‘বসন্ত এসে গেছে’…

বিরাট সেঞ্চুরির পর যখন ফিরে আসছিলেন, তখন অ্যাডাম গিলক্রিস্ট ছুটে এসেছিলেন, তাঁর প্রতিক্রিয়া নেওয়ার জন্য়। বিরাট বললেন, ‘অনুষ্কা সবসময় আমার পাশে থেকেছে। জীবনের বিহাইন্ড দ্য় সিনের সবই তার জানা। যখন খেলতে পারছিলাম না তখন মাথায় কী চলছিল, সবই ওর জানা। আমি শুধু দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম, আমি দলের সঙ্গে ঘুরতে চাইনি। দেশের জন্য পারফর্ম করতে পেরে আমি গর্বিত বোধ করি। দারুণ অনুভূতি। অনুষ্কা এখানে আসায় আরও বিশেষ হয়েছে তা।’

 রাজা রাজত্বে ফিরলেন পয়মন্ত অস্ট্রেলিয়ায়। পারথের অপটাস স্টেডিয়ামে, ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে ফিরতে হয়েছিল বিরাটকে। তবে দ্বিতীয় ইনিংসে তিনি বুঝিয়ে দিলেন যে, স্য়র ডোনাল্ড ব্র্যাডম্য়ানের পাড়ায় তিনি দাদাগিরি করতে বরাবর ভালোবাসেন। রবিবার রাজকীয় সেঞ্চুরিতে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন এই প্রজন্মেরই নন, সর্বকালের অন্য়তম সেরা ক্রিকেটার। 

আরও পড়ুন: কোহলির বহু প্রতীক্ষিত ১০০*, জিততে অজিদের টার্গেট ৫২২! বুমরাদের চাই ২ দিনে ৭ শিকার

অস্ট্রেলিয়ার মাটিতে এই নিয়ে বিরাটের ৭ নম্বর সেঞ্চুরি হয়ে গেল। ভারতীয়দের মধ্য়ে এর আগে সচিন তেন্ডুলকরই ছিলেন সবার আগে। তাঁর ঝুলিতে ছিল হাফ ডজন টেস্ট সেঞ্চুরি। বিরাট এখন মগডালে, শুধু ভারতীয়দের বিচারেই নন, এশিয়ার কোনও ক্রিকেটারেরও অস্ট্রেলিয়ায় এতগুলি টেস্ট সেঞ্চুরি নেই। ডনের পাড়ায় ঢুকেই ডনকেও টপকে গেলেন বিরাট। কোহলির চলে এল ৩০ নম্বর টেস্ট শতরান। ডনের আছে ২৯টি সেঞ্চুরি। কোহলি ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে এখন ৮১ সেঞ্চুরির মালিক। কোহলির ১৪৩ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস সাজানো ছিল ৮টি চার ও ২টি ছয়ে। ২২১ মিনিট ক্রিজে থেকে কোহলি তাঁর সংযম ও ক্লাসের পরিচয় দিলেন আরও একবার। দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনায় বিদ্ধ বিরাটের এই সেঞ্চুরি অনেক কিছুর জবাব দিয়ে দিল।  
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version