নকিব উদ্দিন গাজী: প্রাকৃতিক বিপর্যয় ভেঙে গিয়েছে মাটির বাড়ি। বাড়ি মাথা গোঁজার ঠাইটুকু নেই। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রান্না ঘরেই কোনরকমে বসবাস করছেন গঙ্গাসাগরের অন্ধ বৃদ্ধা।
সাগর বিধানসভার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় ছবি বারিক (৭৫) তাঁর প্রতিবন্ধী ছেলে জয়দেব বারিককে নিয়ে জীবন যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। ছেলে প্রতিবন্ধী। ঠিকমতন চলাফেলা করতে পারে না। পরিবারের আয় বলতে প্রতিবন্ধী ভাতা।
জয়দেবের মা সম্পূর্ণভাবে অন্ধ। দুচোখে শুধুই আাঁধার। কোন রকম ভাবে হাতড়ে হাতড়ে সংসারের যাবতীয় কাজ তিনি করেন। মায়ের এই কাজে সাহায্য করে প্রতিবন্ধী ছেলে জয়দেব। এই ভাবেই মা আর ছেলের সংসার চলছিল কোন রকমে। কিন্তু মাথার ওপর আকাশ ভেঙে পড়ল প্রাকৃতিক বিপর্যয়ে।
এক চিলতে ভিটাতে বসবাস করছিল ছবি বারিক ও জয়দেব বারিক। কিন্তু বাদ সাধল প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়িতেই এরপর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ছবি বারিক আশ্রয় নিয়েছেন রান্নাঘরে। রান্নাঘরের অবস্থাও জরাজীর্ণ। কোনরকম ভাবে মাথা গুঁজে রয়েছেন মা আর ছেলে।
আরও পড়ুন-কাদামাটির নীচে বহু হোটেল-হোম স্টে, নিখোঁজ জওয়ান-সহ ১০৯, কিছু বুঝে ওঠার আগেই ধ্বংসস্তূপ উত্তরকাশী
এই বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। ছবিদেবী বার্ধক্য ভাতা পেতেন। কোন কারণবশত তিনি আর এই বার্ধক্য ভাতা পান না। আমরা দ্রুত এই সমস্যার সমাধান করব ইতিমধ্যেই উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ওনার ছেলে জয়দেব বারিক প্রতিবন্ধী ভাতা পান। এবং একান্নবর্তী পরিবারে আগে থাকার কারণে বাংলার আবাস যোজনা থেকে উনাদের নাম বাদ গিয়েছে। সম্প্রতিকালে ঝড়ে উনাদের মাটির বাড়ি ভেঙে গিয়েছে। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও এর সাথে আমরা কথা বলেছি যত দ্রুততার সাথে ওই বৃদ্ধার বাংলার আবাস যোজনার আওতায় এনে ওই বৃদ্ধার মাথা গোজার ঠাইটুকু যাতে করা যায় সেদিকেই আমরা তৎপর রয়েছি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)