অরূপ বসাক: মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের গুড়াজং ঝোরার বালি লাইনে ফের তৃণমূল কংগ্রেসে ফিরলেন ৩০টি পরিবার। রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে ক্ষোভ থেকে কয়েক মাস আগেই তাঁরা তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ‘অভিমান’ ভাঙল, ‘ভুল’ বুঝলেন বলে জানালেন তাঁরা। তাই আজ আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন রাঙামাটি গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চিক বড়াইকের হাত ধরে।
আরও পড়ুন:TikTok influencer Death: জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের রহস্যমৃ*ত্যু! মেয়ের বিস্ফোরক অভিযোগে…বাড়িতেই…
বালি লাইনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী বুলুচিক বড়াইক-এর ছেলে তথা রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক। তিনি বলেন, ‘এই পরিবারগুলি আগে থেকেই তৃণমূলের সঙ্গে ছিল। কিছু ভুল বোঝাবুঝি ও অভিমান থেকে তারা অন্য দলে চলে গিয়েছিল। আজ তারা নিজেরা বুঝতে পেরেছেন যে তৃণমূলই মানুষের পাশে দাঁড়ায়। তাই তাঁরা আবার ফিরে এসেছেন। আমরা তাদের স্বাগত জানাই।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুড়াজং ঝোরার বালি লাইনের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার উন্নয়ন। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ থেকেই প্রায় ৩২টি পরিবার, অর্থাৎ প্রায় ১০০-রও বেশি ভোটার তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দেন।
আরও পড়ুন:UP Shocker: দিনের পর দিন মারধর, খুনের হুমকি! পুলিসের স্ত্রীই নির্যাতিতা… ভয়ংকর শেষ ভিডিয়োয়…
তবে কয়েক মাসের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। অনেকেই দেখেন, উন্নয়ন প্রকল্পে তৃণমূল ফের সক্রিয় হয়েছে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সঙ্গে ফের যোগাযোগ স্থাপন করেন কিছু পুরনো কর্মী-সমর্থক। শেষে, নিজে থেকেই তাঁরা ফিরে আসার সিদ্ধান্ত নেন। বালি লাইনের বাসিন্দা সুনিতা ওড়াও, মিনা ওড়াও বলেন, ‘আমরা তৃণমূলের পুরনো সমর্থক। ক্ষোভে দল ছেড়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি, সেটা ভুল ছিল। অন্য দলে গিয়ে কোনো কাজ হয়নি । তাই আবার ফিরে এলাম।’
স্থানীয় তৃণমূল নেতৃত্ব মনে করছেন, এই প্রত্যাবর্তন একটি বড় বার্তা। তা প্রমাণ করে, সাধারণ মানুষ এখনও উন্নয়ন এবং স্থিতিশীল নেতৃত্বের জন্য তৃণমূল কংগ্রেসকেই ভরসা করেন। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাওয়াদ আলী, মনোজ সুনার, আমুল ঠাকুর সহ অনেকে তৃণমূল সমর্থকেরাও। অনুষ্ঠানে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)