প্রসেনজিত্‍ মালাকার: বীরভূমে কেষ্ট-রাজ। তৃণমূলের কোর কমিটির কনভেনর হওয়ার পর, এবার নিরাপত্তাও বাড়ল অনুব্রত মণ্ডলের। ফের ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ (Y+ with escort) পর্যায়ের নিরাপত্তা দেওয়া হল তাঁকে। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তো বটেই, বাড়িতেও নিরাপত্তারক্ষীদের পুনর্বহাল করল রাজ্য প্রশাসন।

আরও পড়ুন:  Dev on Dilip Ghosh: দিলীপবাবুকে আমার খুব ভালো লাগে! ওঁকে ফোন করে জানব, মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় : দেব

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘নিরাপত্তা তাঁর ছিল। নানা কারণে সেটা, মুখ্যমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন। তাঁকে জেলায় ঘুরতে হবে। এখান-ওখান যেতে হবে। হয়তো মধ্যরাতে.. আগেও যেটা করতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন। তাই বুঝে বাড়িয়েছেন। পারফরম্যান্স দেখাতে পেরেছে বলে হয়েছে’।  জানান, ‘কনভেনার করা হল। তার সঙ্গে আরও কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। সে আরও দায়িত্ব পেয়েছে। সেগুলি এখনও সামনে আসেনি’।

ফোনে বোলপুরের আইসিকে কদর্য ভাষায় গালমন্দ! কুকুথা কাণ্ডে তৃণমূলের নেতৃত্বের কোপে পড়েছিলেন অনুব্রত। দলের তরফে তাঁকে চার ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। কমিয়ে দেওয়া হয়েছিল নিরাপত্তা। বোলপুরে অনুব্রতের বাড়িতে চারজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁদের সরিয়ে দেওয়া হয়। ৪ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পাচ্ছিলেন না তিনি।

এদিকে সম্প্রতি বীরভূম সফরে গিয়ে অনুব্রতের সঙ্গে একান্ত সাক্ষাত্‍ করেছিলেন মুখ্য়মন্ত্রী। এরপর জেলায় তৃণমূলের কোর কমিটির কনভেনর করা হয় কেষ্টকে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর বীরভূমের সফরের পরই অনুব্রত নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিছকই কাকতালীয় নয়। বরং এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক বার্তা থাকতে পারে।

আরও পড়ুন:  Teesta river Landslide: ফের ধস ১০ নম্বর জাতীয় সড়কে, বন্ধ সিকিমের পথ, তিস্তা ঢুকে পড়েছে গ্রামে, জারি লাল সতর্কতা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version