জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ওল্ড ট্র্যাফোর্ডে গ্রেট এসকেপ’! (England vs India, 4th Test at Manchester, ENG vs IND) ০/২ থেকে ৪২৫/৪ করে ইংল্যান্ডের মুখের গ্রাস কেড়ে নিল টিম ইন্ডিয়া। 

টিম ইন্ডিয়া ম্যাঞ্চেস্টারে ডুবতে চলেছে বলেই, যখন অনেকে ললাটলিখন পড়ে ফেলেছিলেন, ঠিক তখনই কেএল রাহুল (৯০), শুভমন গিল (১০৩), ওয়াশিংটন সুন্দর (অপরাজিত ১০১) রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১০৭) বুঝিয়ে দিলেন, তাঁরা মরার আগে মরবেন না। খাদের কিনারা থেকে ভারতকে তুলে টেস্ট ড্র করিয়ে দিলেন।

আর পঞ্চম দিনে জাদেজা-সুন্দরের ঝকঝকে সেঞ্চুরির আগে ঘটে যায় ‘করমর্দন কাজিয়া’। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পঞ্চম তথা অন্তিম দিনে ১৫ ওভার বাকি থাকতেই ম্যাচটি ড্র করার প্রস্তাব দিয়েছিলেন। তবে জাদেজা-সুন্দর সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে, সেই মুহূর্তে হ্যান্ডশেক না করে খেলা চালিয়ে যাওয়ার কথাই জানিয়ে দেন। 

আরও পড়ুন:  পহেলগাঁওয়ের পরেও ভারত-পাক! এশিয়া কাপে চর্চায় ক্রিকেট থেকে সন্ত্রাস, আর দাদা বলছেন…

এরপরই করমর্দন কাজিয়া শুরু হয়। অনেকের মতে ব্যক্তিগত মাইলস্টোনের কথা না ভেবে ভারতের উচিত ছিল ইংরেজদের প্রস্তাবেই সায় দেওয়া। খেলার পর অধিনায়ক গিল এই প্রসঙ্গে বলেছেন, ‘অবশ্যই এটা ওদের উপর নির্ভর করছিল, কিন্তু আমরা ভেবেছিলাম, ওরা দুর্দান্ত ব্যাটিং করেছে। দু’জনেই ৯০ এর কোঠায় ছিল, তাই আমরা ভেবেছিলাম ওদের সেঞ্চুরি প্রাপ্য।’

গিলদের কোচ সাংবাদিক বৈঠকে স্টোকসদের কাগজের মতো ছিঁড়ে ফেলেন। তিনি বলেন, ‘একজন ৯০ রানে ও অপরজন ৮৫ রানে ব্যাট করছিল, তাহলে কি ওদের সেঞ্চুরি প্রাপ্য নয়? ইংল্যান্ডের খেলোয়াড়রা মাইলস্টোনের কাছাকাছি থাকলে মাঠ ছেড়ে চলে যেত? মোটেই যেত না। আমাদের ছেলেরা ঝড় সামলেছে। তারা সেই সেঞ্চুরি অর্জন করেছে। আমরা কাউকে খুশি করতে এখানে আসিনি।’

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে দুরন্ত সেঞ্চুরিতে জবাব অধিনায়কের, ডনের রেকর্ড ছুঁয়ে ইতিহাস শুভমনের…

ওল্ড ট্র্যাফোর্ডে ড্র করে সিরিজে ১-২ ব্যবধানেই পিছিয়েই থাকল ভারত। তবে ওভালে জিতে সিরিজে সমতায় ফেরার সুযোগ থাকছে গম্ভীরের টিমের…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

  





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version